ভালোবাসি তাই | Bhalobasi tay lyrics | tahsan song lyrics
গান: ভালোবাসি তাইকন্ঠ ও সুর: তাহসান খানকথা: মেহেদী হাসান লিমনলেভেল: ডেডলাইন এন্টারটেইনমেন্ট
তুমি, ভাবনায় ডুবে থাকা
দূর আকাশের নীলিমায়।
তুমি,হৃদয়ে লুকোনো প্রেম,
মিশে থাকা গভীর মুগ্ধতায়।
তুমি এলে - মন ছুঁলে
অন্যরকম হয়ে যাই।
ইচ্ছে গুলো - জড়োসড়ো,
ভালোবাসি বলে তাই।
আমার আমি বলতে তোমায় জানি!
ঐ আকাশ জানে তুমি আমার কতোখানি !
আমার আমি বলতে তোমায় জানি!
ঐ আকাশ জানে তুমি আমার কতোখানি !
চিলেকোঠায় ইচ্ছে গুলো
নেইতো কোনো দাড়িকমা।
বুক পকেটে,তোমার জন্য,
রেখেছি , ভালোবাসা জমা।
শিশির রোদের লুকোচুরি,
তোমার হাসি ফোটা বকুল।
ছোঁয়া পেলে স্বপ্ন হাজার,
আনমনে হয়ে যাই ব্যাকুল।
তুমি এলে - মন ছুঁলে
অন্যরকম হয়ে যাই।
ইচ্ছে গুলো - জড়োসড়ো,
ভালোবাসি বলে তাই।
আমার আমি বলতে তোমায় জানি!
ঐ আকাশ জানে তুমি আমার কতোখানি !
আমার আমি বলতে তোমায় জানি!
ঐ আকাশ জানে তুমি আমার কতোখানি !
song: Bhalobasi bole tai
Singer: Tahsan Khan
Tune & Music: Emon Chowdhury
Lyric: Mehedi Hasan Limon
Directors: AK Porag & Vasker Joni
DoP: Raju Raaj
Cast: Tahsan Khan & Payelia Payel
Edit & Color: Ismail Hossain
Produced and Distributed by: DeadLine Films
Label: DeadLine Music
Tahsan song lyrics
Tumi Vabonay Dube Thaka
Dur Akasher Nilimay
Tumi, Hridoye Lukono Prem,
Mishe Thaka Gobhir Mugdhota
Tumi Ele, Mon Chhule
Onnorokom Hoye Jai
Icchey Gulo, Joroshoro
Valobashi Bole Tai
Amar Ami Bolte Tomay Jani
Oi Akash Jane Tumi Amar Kotokhani (x2)
Chilekothay Icche Gulo
Neito Kono Dari-koma
Buk Pokete, Tomar Jonno
Rekhechi, Bhalobasha Joma
Shishir Roder Lukochuri
Tomar Hasi Fota Bokul
Chowa Pele Shopno Hazar
Anmone Hoye Jai Beykul
Dur Akasher Nilimay
Tumi, Hridoye Lukono Prem,
Mishe Thaka Gobhir Mugdhota
Tumi Ele, Mon Chhule
Onnorokom Hoye Jai
Icchey Gulo, Joroshoro
Valobashi Bole Tai
Amar Ami Bolte Tomay Jani
Oi Akash Jane Tumi Amar Kotokhani (x2)
Chilekothay Icche Gulo
Neito Kono Dari-koma
Buk Pokete, Tomar Jonno
Rekhechi, Bhalobasha Joma
Shishir Roder Lukochuri
Tomar Hasi Fota Bokul
Chowa Pele Shopno Hazar
Anmone Hoye Jai Beykul
গানটি সম্পূর্ণ শুনুন👇
No comments